আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে টানা ১২ দিনের মতো সশস্ত্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। রুশ সেনাদের অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। উভয় দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসে দেশ দু’টির কর্মকর্তারা। আগের দুই দফা বৈঠকে কোনো ফলাফল মেলেনি। তবে এদিনের বৈঠকে ইউক্রেন ‘সামরিক অভিযান’ বন্ধে তিনটি শর্ত দিয়েছে রাশিয়া। খবর সিএনএন, বিবিসি ও রয়টার্স।
সর্বশেষ বৈঠকে অভিযান বন্ধে রাশিয়ার দেয়া শর্ত তিনটি হলো :
১. ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন,
২. দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে,
৩. রাশিয়ার অঞ্চল হিসেবে গণ্য হবে ক্রিমিয়া।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে শুনানি চলছে। জাতিসংঘের দাবি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটি থেকে প্রাণভয়ে পালিয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
এরপর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে চলছে ভয়াবহ সংঘাত।
Discussion about this post