শিক্ষার আলো ডেস্ক
অবশেষে পদত্যাগ করলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু।
পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক রেজাউল করিম শিমুল প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ মার্চ) হল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সোমবার (৭ মার্চ) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আপাতত হাউজ টিউটররা হল চালাবেন। উপাচার্য ক্যাম্পাসে ফিরে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’
এর আগে রোববার (৬ মার্চ) রাতে অসদাচরণের অভিযোগ তুলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুর পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন হলের আবাসিক ছাত্রীরা।
প্রায় দুই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। পরদিন সোমবার দুপুরে ছাত্রীরা বিশ্ববিদ্যালর উপ-উপাচার্যের কাছে ২৫টি অভিযোগ-সম্বলিত একটি অভিযোগপত্র জমা দেন।
Discussion about this post