খেলাধূলা ডেস্ক
আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে। আর এতে প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাহতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ। আফগানিস্তান সিরিজে দারুণ পারফরমেন্সের পুরস্কারই যেন পেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের এই নিয়মিত সদস্য।
আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, ৬৩৭ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে চলে এসেছেন নাসুম আহমেদ। ৬৪৫ রেটিং নিয়ে তার আগের অবস্থানে আছেন আরেক বাঁহাতি অর্থোডক্স স্পিনার অ্যাস্টন অ্যাগার। প্রথম পাঁচটি অবস্থানে আছেন যথাক্রমে তাবরাইজ শামসি, জশ হ্যাজলউড, আদিল রশিদ, অ্যাডাম জাম্পা এবং রশিদ খান।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বল হাতে সফল ছিলেন নাসুম। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট দখল করে ম্যাচ সেরা হন নাসুম। তবে ধারাবাহিকভাবে দারুণ পারফরমেন্সের জোরেই র্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে চলে আসলেন নাসুম।
Discussion about this post