নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের ছাত্রীরা হাউজ টিউটরদের নিয়মিত উপস্থিত থাকা ও আবাসন সমস্যার সমাধানসহ ২২ দফা দাবিতে প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছে ।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে তারা এ চিঠি দেন। এরআগে, বেলা সাড়ে ১১টার দিকে একই দাবিতে প্রভোস্টের কক্ষে তালা লাগান ছাত্রীরা। প্রায় দেড় ঘণ্টা পর তালা খুলে দেয় প্রক্টরিয়াল বডি।
ছাত্রীদের অভিযোগ, হলের ক্যান্টিনের খাবারের মান খুবই নিম্নমানের। এ নিয়ে অভিযোগ জানালে কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালেও তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—
১. হাউজ টিউটরদের নিয়মিত ও নির্দিষ্ট সময়ে হলে উপস্থিত থাকতে হবে
২. হলের কক্ষগুলোর আসনের সমতা বণ্টন নিশ্চিত করতে হবে
৩. হলের দোকানদার, ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারীদের অশোভন আচরণের প্রতিকার করতে হবে
৪. খাবার পানির সংকট নিরসন করতে হবে ও পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করতে হবে
৫. একজন কর্মকর্তা-কর্মচারীকে একাধিক দায়িত্ব দেওয়া যাবে না
৬. হলের অভ্যন্তরীণ অবকাঠামোর উন্নয়ন করতে হবে
৭. কম্পিউটার কক্ষের কম্পিউটারের সংস্কার ও নতুন কম্পিউটার সংযোজন করতে হবে
৮. হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও মূল্য তালিকা দিতে হবে
৯. ওয়াইফাইয়ের গতি নিশ্চিত করতে হবে
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘প্রীতিলতা হলের প্রভোস্ট ও হল শিক্ষকরা তাদের নিয়মিত বৈঠকে অংশ নিয়েছিলেন। এসময় শিক্ষার্থীরা কিছু না বলেই প্রভোস্টের কক্ষে তালা দেয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যায়। প্রভোস্ট কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে।’
Discussion about this post