নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন, “জ্যোতির্ময় বঙ্গবন্ধু” শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও পক্ষকাল ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে আগামীকাল রবিবার (১৩ মার্চ ) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর আদেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী রবিবার, ১৩ মার্চ বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এছাড়া বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে প্রধান অতিথি হিসেবে পক্ষকাল ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে “জ্যোতির্ময় বঙ্গবন্ধু ” শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনও করবেন শিক্ষামন্ত্রী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রালয়ের উপমন্ত্রী মোঃ মহিবুল হাসান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে।
Discussion about this post