শিক্ষার আলো ডেস্ক
এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ (ইবি) ৬ জন শিক্ষক।
গতকাল শনিবার (১২ মার্চ) রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান তারা।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
আগামী ১৪ মার্চ থেকে চানকিরি বিশ্ববিদ্যালয়ে শুরু হবে এবারের সফরের মূল কার্যক্রম। যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সেখানে চানকিরি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যকার একাডেমিক ইনফরমেশন শেয়ার হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে এবারের সফরের প্রোগ্রামে দুটি সেশন থাকবে। একটি ট্রেনিং অন্যটি টিচিং প্রোগ্রাম। ট্রেনিং প্রোগ্রামে এ থাকবেন ইইই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভূইয়া, অধ্যাপক ড. মাঞ্জারুল আলম, এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড সেলিম তোহা।
এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় টিচিং প্রোগ্রামে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড মনিরুজ্জামান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড রেজওয়ানুল ইসলাম।
এর আগে চানকিরি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে গত ৬ মার্চ তুরস্কে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। দুই শিক্ষার্থী হলেন- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের (এম.এস.সি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আঞ্জুমানারা জান্নাতি নূর ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের (এম.এস.সি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব।
Discussion about this post