নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নয় ধাপে সাক্ষাৎকারের পরও আসন পূর্ণ না হওয়ায় ওই ঘোষণা আসে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত অর্থনীতি বিভাগের ২৩টি আসন শূণ্য রয়েছে।
৮ মার্চ ফাঁকা আসনগুলোতে ভর্তির জন্য নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীদের ডাকা হয়। ওইদিনই শেষ হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।এর আগে এক হাজার ৫৮৭টি আসন পূর্ণ করতে গত ৪ জানুয়ারি থেকে আট ধাপে শিক্ষার্থীদের ডেকেছিল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মার্চ নবীনবরণ এবং ২১ মার্চ থেকে ক্লাস শুরু হবে।
প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী বলেন, নির্দেশনা মেনেই ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, ‘বি’ ইউনিটের অধীনে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য সব আসনে শিক্ষার্থী পাওয়া যায়নি। এ বিভাগে ভর্তি হতে হলে গণিতে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
Discussion about this post