শিক্ষার আলো ডেস্ক
আজ রবিবার (১৩ মার্চ) রাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাব উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে খাদ্য কিংবা উদ্ভিদ ও প্রাণীদেহের উপাদান নির্ণয় করা যাবে। যারা গবেষণা করেন তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন। দেশের যেকোনো স্থানের গবেষকরাও চাইলে এখানে এসে গবেষণার কাজ করতে পারবেন।
তিনি বলেন, আমাদের নতুন জ্ঞান সৃষ্টির জায়গায় নতুন সংযোজন হলো এই ল্যাব। যেটি উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এখানে কৃষি, ফিশারিজ, প্রাণিসম্পদ নিয়ে কাজ করা সম্ভব। এমনকি মানবদেহের বিভিন্ন রোগ নির্ণয় নিয়েও এখানে গবেষণা করা সম্ভব।
এর আগে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্স ল্যাবের উদ্বোধন করে ল্যাবটি ঘুরে দেখেন মন্ত্রী।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. কামরুজ্জামান ও প্রক্টর ড. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুই উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্থাপিত ওই ল্যাব উত্তরবঙ্গের ১৬ জেলার মধ্যে প্রথম এবং অত্যাধুনিক। এর মাধ্যমে মানুষ, প্রাণী ও উদ্ভিদের যেকোনো ধরনের রোগের কারণ ও জীবন রহস্য উন্মোচন করা যাবে। সেই অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই ল্যাব করা হয়েছে।
Discussion about this post