খেলাধূলা ডেস্ক
এক ম্যাচ বিরতি দিয়ে আবার ৩ গোলের ধারায় ফিরেছে বার্সেলোনা। লা লিগায় ফেরান তোরেসের জোড়া গোলে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেই সাথে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো জাভি হার্নান্দেজের দল।
বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোয় হতাশ হতে হয়েছিল জাভির শিষ্যদের। প্রথম লেগে ঘরের মাঠে গ্যালাতেসারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ওই ম্যাচের তিনদিন পর মাত্র ১৪ মিনিট লেগেছে বার্সার ডেড লক ভাঙতে। সেজন্য মিডফিল্ডার গাভিকে কৃতিত্ব দিতেই হবে। থ্রু বলের ছোঁয়া পেতে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন। কিন্তু তাকে বাজেভাবে ফেলে দেন নাচো ভিদাল। রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিতে মোটেও বিলম্ব করেননি। স্পট কিক থেকে জাল কাঁপিয়ে দেন ফেরান তোরেস। ক্লিনিক্যাল ফিনিশে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি সাবেক ম্যানসিটি স্ট্রাইকার। ২১ মিনিটে ওসমান দেম্বেলের থ্রু বলে স্কোর করেন ২-০।
দেম্বেলের আরেক অ্যাসিস্টে ২৭ মিনিটে তৃতীয় গোলটি করেছেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। ৭৫ মিনিটে চতুর্থ গোলটি করেছেন বদলি হয়ে নামা রুই পিগ।
২৭ ম্যাচে তিনে ওঠা বার্সার সংগ্রহ ৫১ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়া ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।
লা লিগায় শিরোপার দৌড়ে তো নয়ই, শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে পারবে কিনা বার্সা, এমন শঙ্কায় পড়তে হয়েছিল কাতালানদের। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাভির শিষ্যরা। টানা চার ম্যাচ প্রতিপক্ষের জালে ৪টি করে গোল দেয়ার পর এক ম্যাচ বিরতি দিয়ে আবারও আগ্রাসী মেজাজে ফিরেছে ক্লাবটি।
বিরতির পর আক্রমণে কিছুটা ক্ষান্ত দেয় বার্সেলোনা। ম্যাচের ৭৫ মিনিটে বদলী হিসেবে নামা রিকি পুজের গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে জাভির দল এখনও ১২ পয়েন্ট পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদের।
Discussion about this post