শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘অবিনাশী জনক তুমি’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ প্রকাশ হয়েছে। জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফবিপ্রবি) উদ্যোগে এটি প্রকাশ করা হয়েছে।
স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ দেশ বরেণ্য লেখক-গবেষকদের প্রবন্ধ-লেখা স্থান পেয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মারকগ্রন্থের একটি কপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দেন। এসময় শিক্ষামন্ত্রী স্মারকগ্রন্থের প্রশংসা করেন।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘অবিনাশী জনক তুমি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্মারকগ্রন্থ নিয়ে সেমিনার করা যেতে পারে। যাতে দেশ ও জাতি উপকৃত হবে।
এসময় বশেফমুবিপ্রবির উপাচার্য শিক্ষামন্ত্রীকে জানান, এ বিষয়ে নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ।
Discussion about this post