খেলাধূলা ডেস্ক
ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার নাইম শেখের। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাত ইনিংসে ব্যাট করে মাত্র ৫০ রান করতে পেরেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে তার স্কোর ছিল যথাক্রমে ২ ও ১৩ রান।
সেই বাজে সময় কাটিয়ে ওঠার মিশনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন ২২ বছর বয়সী এ ওপেনার। তার ব্যাটেই এলো এবারের আসরের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রূপগঞ্জ অধিনায়ক মার্শাল আইয়্যুব।
ডিপিএলের উদ্বোধনী দিনে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৩২ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন নাঈম। এই বাঁহাতি ব্যাটারের শতকে ভর করে রূপগঞ্জকে ২৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আবাহনী।
নাঈম ছাড়াও রান পেয়েছেন সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। সাইফ অপরাজিত ৪০ ও সৈকত ৩৭ রান করেন।
রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল্লাহ ও ফরহাদ রেজা।
Discussion about this post