নিজস্ব প্রতিবেদক
কৃষি উৎপাদন ধরে রাখতে বড় প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনা পরবর্তী সময়ে সারাবিশ্বেই খাদ্য সংকট দেখা দেবে। সেক্ষেত্রে আমাদের উর্বর জমি থাকায় খাদ্যের চাহিদা নিজেরাই পূরণের সুযোগ রয়েছে। আর যদি উৎপাদন ঠিকমতো করতে পারি, তাহলে বাড়তি পণ্য রপ্তানি করে আমরা অন্যদেরকেও সহযোগিতা করতে পারি।
আজ রোববার করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, মাঠে বোরো আবাদ রয়েছে। এ অবস্থায় কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এবার বাড়তি খাদ্য কিনবে খাদ্য মন্ত্রণালয়। আর শ্রমিক সঙ্কট থাকায় যন্ত্রায়নের জন্য কৃষি মন্ত্রণালয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার-বীজসহ অন্যান্য সামগ্রী কেনার সুবিধার্থে আরও ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে সার এর জন্য ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার প্যাকেজ দেবে। সেখান থেকে পাঁচ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা। আর যারা মসলাজাতীয় পণ্য উৎপাদন করবে, তারা চার শতাংশ সুদে ঋণ পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলকে সতর্ক থাকতে হবে। কারণ কে কখন সংক্রমিত হবে বলা যায় না। বিশেষ করে বয়স্কদের জন্য মারাত্মক। এই ভাইরাসের কারণে সারাবিশ্ব স্থবির। আমরা দেশবাসীকে বাঁচানোর জন্যই সবাইকে অনুরোধ করছি, ঘরে থাকুন। এজন্য কষ্ট হচ্ছে সকলের, তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।
সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তারা যুক্ত হন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং ফেসবুক পেজে এ কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২১টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।
Discussion about this post