নিজস্ব প্রতিবেদক
স্কুল-কলেজের শিক্ষার্থীদের সব অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। করোনাভাইরাসের কারণে সশরীরে ক্লাস বন্ধ থাকায় এবং সীমিত পরিসরে ক্লাস হওয়ার সময় শিক্ষার্থীদের এসব অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল।
এদিকে, গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। এ পরিস্থিতিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সব অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলো।
আজ বুধবার (১৬ মার্চ) বিষয়টি জানিয়ে এক জরুরি নোটিশ জারি করেছে মাউশি। এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
তবে, কোন শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ঘাটতি পূরণ করতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দিয়েছে মাউশি।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post