শিক্ষার আলো ডেস্ক
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা কলেজে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্য বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় শিশু দিবসে সেই মহান মানুষটিকে শিশুরা স্মরণ করবে এটাই স্বাভাবিক। ছবি আঁকার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর গুণাবলি আমাদের শিশুদের মধ্যে সঞ্চারিত হবে। যাতে আজকের এ শিশুরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর মতো দেশের সেবা করতে পারে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর নেহাল আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার আলোচনা সভায় বক্তব্য দেন।
এর আগে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক, খ ও গ বিভাগ ভিত্তিতে মোট একশোর অধিক শিশু-কিশোর এতে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Discussion about this post