নিজস্ব প্রতিবেদক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব।
ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় উপাচার্যের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিঞা, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মুজিব আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমারদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই জাতির জনক যে সোনার বাংলাদেশ চেয়েছিলেন সে বাংলাদেশকে আমরা সমৃদ্ধশীল জাতি হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে পারবো।
আলোচনা সভা শেষে আনন্দমুখর ও উৎসবপূর্ণ পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটা হয়।
Discussion about this post