শিক্ষার আলো ডেস্ক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে বড় ধরনের দুর্যোগ আসলেও যেন পাঠদান চালু রাখা যায় সেজন্য ব্লেন্ডেড ন্যাশনাল এডুকেশন পলিসি অনুমোদন চলতি মাসেই : শিক্ষামন্ত্রী ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হবে। এজন্য একটি টাস্কফোর্স গঠন করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। চলতি মাসেই এর অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। এটি চালু হলে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালু রাখা যাবে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলোয় অনেক শিক্ষার্থী থাকবে, যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবে। তারা হয়তো সশরীরে ক্লাসরুমে আসতে পারবে না। এ কারণে আমাদের ব্লেন্ডেড এডুকেশনে থাকতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দুর্যোগকালিন পরিস্থিতিতেও পাঠদান অব্যাহত রেখেছি। দেশে আবারও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো কারণ না থাকায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস অব্যাহতভাবে চালু থাকবে।
প্রসংগত ইতোমধ্যে উচ্চশিক্ষায় ব্লেন্ডেড এডুকেশন (সমন্বিত শিক্ষা) নীতিমালা বাস্তবায়নে একটি খসড়া রূপরেখা তৈরি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী বছর থেকে (২০২৩ সাল) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইউজিসি। এছাড়া, ২০৪১ সালের মধ্যে রূপরেখাটি শতভাগ বাস্তবায়নে জরুরি, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Discussion about this post