খেলাধূলা ডেস্ক
বার্বাডোজ টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছিলেন জো রুট। রুটের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে রানের পাহাড়ের যে ইঙ্গিত দিচ্ছিল ইংলিশরা, দ্বিতীয় দিনে সেটির পূর্ণতা দিয়েছেন বেন স্টোকস। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৫০৭ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ইংল্যান্ড। দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ১ উইকেটে ৭১।
আগের দিন রুটের অপরাজিত ১১৯ রানে ৩ উইকেটে ২৪৪ রানে দিন শেষ করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনে রুট থেমেছেন ১৫৩ রানে। রুটের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টোকসও। ওয়ানডে মেজাজে খেলে আউট হওয়ার আগে করেছেন ১২৮ বলে ১২০ রান। এই ইনিংস খেলার পথে টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
টেস্ট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান ও ১৫০ উইকেটের ডাবল পূরণ করেছেন স্টোকস। এই কীর্তি গড়তে স্টোকস খেলেছেন ৭৮ টেস্ট! তাঁর থেকে কম ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিস। সোবার্স এই কীর্তি গড়েছেন ৬৩ টেস্টে আর ক্যালিস ৬৯ টেস্টে।
Discussion about this post