শিক্ষার আলো ডেস্ক
দীর্ঘ সময় বন্ধ থাকার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আবদুস সালাম হল খুলছে আগামী ২৭ মার্চ। গত মঙ্গলবার (১৫মার্চ) ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মো.আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে হল প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “ভাষা শহীদ আবদুস সালাম হলে বোর্ডিং কার্ডপ্রাপ্ত ছাত্রদের আগামী ২৭-০৩-২০২২ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ভাষা শহীদ আবদুস সালাম হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো”। এর আগে ৯৩৬ দিন আবাসিক হলটি বন্ধ ছিল। দীর্ঘ সময় বন্ধ থাকয় অনেক দূর্ভোগ ও অসহায়ত্ব বরণ করতে হয়েছে অনেক শিক্ষার্থীদের। আবাসিক হলগুলোতে পর্যাপ্ত আসন না থাকায় থাকতে হয়েছে বাইরের ভাড়া বাসায়।
প্রসঙ্গত, ২০১৯ এর ২ সেপ্টেম্বর নোবিপ্রবির ছাত্রলীগের দুই-গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হলটি বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলের ২৫-৩০টি কক্ষের ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির কারণে হলটি সংস্কারের প্রয়োজন হয়।
Discussion about this post