শিক্ষার আলো ডেস্ক
জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুলের যাত্রা শুরু করেছে ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলে স্কুলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
স্কুল কার্যক্রমের উদ্বোধন ছাড়াও দিবসটি উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করেছে ইবি সিআরসি। তার মধ্যে ছিল মার্বেল দৌড়, চকলেট দৌড়, বল নিক্ষেপ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সকলের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দুইটি গ্রাম থেকে প্রায় অর্ধশত শিশু অংশ নেয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রনি সাহার সঞ্চালনায় সাবেক সভাপতি ইবনে মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, প্রচার সম্পাদক আবদিম মুনিবসহ অন্যান্য স্বেছাস্বেবকরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা সেই প্রচেষ্টা করছি। সপ্তাহে তিনদিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান করানো হবে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষাদান করা হবে।’
Discussion about this post