অনলাইন ডেস্ক
প্রতিবন্ধীদের জন্য আয়োজিত চাকরি মেলায় চাকরি পেয়েছেন ৫২ জন প্রশিক্ষিত প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে আইসিটি বিভাগের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ মেলার আয়োজন করে। গতকাল রবিবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের এনজিও বিষয়ক ব্যুরোতে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
বিসিসি জানায়, চাকরি মেলায় কর্মসংস্থানের জন্য আরও ৩১০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এ তালিকা থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে চাকরির জন্য আহ্বান জানাবে।
মেলায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. তারিকুল ইসলাম, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, সূচনা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ডা. সাকী খন্দকার প্রমুখ। মেলায় ৫২টি প্রতিষ্ঠান অংশ নেয়। আর সারা দেশ থেকে চাকরি মেলায় অংশ নেন পাঁচ শতাধিক প্রতিবন্ধী, যারা তাদের নিজ যোগ্যতায় কাজ পেতে বায়োডাটা জমা দেন।
সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিও বিষয়ক ব্যুরো এবং বিসিসি’র তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এবারের মেলার আয়োজন করা হয়। এছাড়া এবারের চাকরি মেলায় পিআর পার্টনার হিসেবে কাজ করছে বাংলাদেশের অন্যতম পিআর প্রতিষ্ঠান মিডিয়া কোয়েস্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি শুধু স্বাভাবিক মানুষের জন্য নয়, বিশেষভাবে সক্ষম মানুষের জন্যও। তারই অংশ হিসেবে আমরা এম্পোরিয়া নামে নতুন প্রকল্প গ্রহণ করছি। যেখানে ১০ হাজার ৬০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে থাকবে উদ্যোক্তা উন্নয়ন ৫৬০, ফ্রিল্যান্সার তৈরিতে ১ হাজার এবং জব এক হাজার জন। অনলাইনে শুধু প্রতিবন্ধী উদ্যোক্তাদের তৈরি পণ্য কেনাবেচার জন্য ই-ট্রেডিং পোর্টাল উন্নয়ন করা হবে। প্রকল্পের এ কার্যক্রম ১০টি আইসিটি রিসোর্স সেন্টারসহ প্রত্যেক জেলায় এর কার্যক্রম বিস্তৃত হবে।’
সিনেসিস আইটি এ বছরের প্রতিবন্ধীদের চাকরি মেলায় অংশগ্রহণ করে। সিনেসিস আইটির স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের সিভি জমা দেওয়ার সুবিধার্থে তৈরি করে নতুন কিউআর, যা স্ক্যান করলেই গ্রাহক চলে যাবে সিভি ফরম ওয়েব পেজে। এই পেজে গিয়ে আনুষঙ্গিক তথ্য প্রদানের পাশাপাশি সিভিও জমা দেওয়া যাবে।
Discussion about this post