ফাহমিদা ইয়াসমিন
সৃজনশীল ভাবনার এক নতুন জগত ‘কিশোর বাতায়ন’। কিশোর বাতায়ন একটি সরকারি ওয়েবসাইট। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় এই ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে।
বর্তমানে করনা ভাইরাসের কারণে সারা পৃথিবী যখন নিস্তব্ধ, যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ , ঠিক তখনই তারা একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। সংসদ টেলিভিশন বাংলাদেশ এর মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনা করছে। ইতোমধ্যে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত ‘আমার ঘরে আমার স্কুল’ এবং ‘ঘরে বসে শিখি’ কার্যক্রম।এবার শিক্ষকদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে লাইভ ক্লাস।দেশের সেরা ও অভিজ্ঞ শিক্ষকগণ এখানে পাঠদান করবেন। গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এর ফলে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের দাবী পূরণ হলো।
আরও মজার হলো এই লাইভ ক্লাসে ছাত্রছাত্রীরা শিক্ষককে সরাসরি প্রশ্ন করতে পারবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে!
আজ (১২ এপ্রিল ২০২০) ক্লাসে অংশগ্রহণ করতে চোখ রাখতে হবে এটুআই-এর কিশোর বাতায়ন পেইজে (https://www.facebook.com/konnect.edu.bd/ ) । এ ছাড়া ক্লাসগুলো সরাসরি সম্প্রচারিত হবে শিক্ষার আলোর ফেসবুক পেইজে (shiksharalo.net) ।পরবর্তীতে ক্লাসগুলোর ভিডিও পাওয়া যাবে শিক্ষার আলো পত্রিকায়।নীচে আজকের ক্লাস রুটিনটি দেয়া হলো।
১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা ও সন্ধা ৭টায় মোট দুটি করে এইচ এস সি পর্যায়ের ক্লাস হচ্ছে।করোনা পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য দেশ সেরা শিক্ষকদের নিয়ে কিশোর বাতায়নের আয়োজন প্রতিদিনের এই লাইভ ক্লাস। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! শিক্ষকের কাছে সরাসরি তোমার প্রশ্ন করে বুঝে নাও জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। শেয়ার করে দাও বন্ধুদের সাথেও।
Discussion about this post