ইশতিয়াক হাসান
ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ব্যবহারে টিনএজারদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা। টিনএজাররা যেনো অনাকাঙ্ক্ষিত কোনও গেম খেলতে না পারে সে ব্যাপারে অভিভাবকরা এই টুল ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে প্রশ্ন হলো আসলেই এটি কতোটা কার্যকর হবে। এমনটাই মন্তব্য করেছে সংবাদ মাধ্যম বিবিসি।
কোয়েস্ট হেডসেটের টার্ম অনুযায়ী—ব্যবহারকারীকে ১৩ বছরের উপরে হতে হবে। এদিকে অকুলাসের টুল অনুযায়ী অভিভাবকরা ভিআরের যেকোনও অ্যাপ লক করে দিতে পারবে। কোয়েস্ট স্টোর থেকে বয়স অনুপযুক্ত অ্যাপ ডাউনলোডও ব্লক করে দিতে পারবে অভিভাবকেরা।
প্রতিষ্ঠানটি অকুলাস মোবাইল অ্যাপে প্যারেন্ট ড্যাশবোর্ড নামে একটি অপশন দিয়েছে। এখানে টিনএজার এবং অভিভাবক উভয়ে সম্মতি দিলে টিনএজারের অ্যাকাউন্টটি অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে যাবে।
লিংক হওয়ার পরে তার সন্তান কী কী অ্যাপ ব্যবহার করছে তা সবই দেখতে পারবে। সন্তান ভিআর-এ কোনও কিছু কিনলে তার নোটিফিকেশন পাবেন। সন্তান কতক্ষণ ভিআরে কাটিয়েছে তা দেখতে পারবেন এবং তার সন্তানের ফ্রেন্ডলিস্টও দেখতে পারবেন। এছাড়া সেই অ্যাকাউন্টের বিভিন্ন আপডেটও অভিভাবকদের কাছে যাবে।
নতুন এই কন্ট্রোলকে মেটা ফ্যামিলি সেন্টার হিসেবে অভিহিত করেছে। বিবিসি জানায়, আপাতত এটা যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। আগামী মাসে ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তার সন্তানের ভিআর ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে।
Discussion about this post