খেলাধূলা ডেস্ক
খবরটা টেনিসপ্রেমিদের জন্য বিস্ময় হয়ে আসবে নিশ্চিতভাবেই। বয়সটা কেবল ২৫। ক্যারিয়ারের সেরা সময় কাটছে, জানুয়ারিতে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। ৪৪ বছরে প্রথম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে জেতেন তিনি। আছেন নারীদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও।
এমন সময়ই কি না টেনিসকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অবসরের কথা জানিয়েছেন বার্টি। যদিও অবসরের কোনো নির্দিষ্ট কারণ জানাননি তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সবকিছু পরিষ্কার করার ইঙ্গিত দিয়েছেন।
বার্টি লিখেছেন, ‘দিনটি আমার জন্য খুবই কঠিন ও ভীষণ আবেগের। কারণ আমি টেনিস থেকে অবসর ঘোষণা দিচ্ছি। আমি নিশ্চিত ছিলাম না কীভাবে এই খবরটি আপনাদের জানাব, তাই আমি আমার বন্ধুকে আমাকে সাহায্য করতে বলেছি। এই খেলাটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ, গর্বিত ও পরিপূর্ণ বোধ করছি।’
‘যারা আমাকে এত দিন ধরে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সকলের সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে, তার জন্য আমি সব সময়ে কৃতজ্ঞ থাকব। আগামীকাল আমার প্রেস কনফারেন্সে আরও কিছু বলার আছে।’
তার অবসরের কথা নিশ্চিত করেছে ওমেন টেনিস অ্যাসেসিয়েশনও। তারা জানিয়েছে, ‘বর্তমান ডব্লিউটিএ বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি অসাধারণ ক্যারিয়ারের পর আজ (বুধবার) পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন।’
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২১-এ উইম্বলডন শিরোপা জেতেন বার্টি। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তো নিজেকে নিয়ে যান ইতিহাসে।
Discussion about this post