নিজস্ব প্রতিবেদক
গণহত্যা দিবস স্মরণে ২৫ মার্চ ২০২২ সন্ধ্যা ৬:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এরপর মাননীয় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ১৯৭১ এর ২৫ মার্চ পাকিস্তানী স্বৈরাচারী বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নির্যাতিত সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন। মাননীয় উপাচার্য মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ২৫ মার্চ কালোরাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হায়েনাদের নারকীয় হামলা বিশ্ব ইতিহাসে নির্লজ্জ, বর্বরোচিত ও কাপুরোষিত ঘটনা। এ পৈশাচিক ও নারকীয় হত্যাকান্ডের জন্য যতদিন পৃথিবী থাকবে ততদিন এ ঘাতক হায়েনাদের বিশ্ববাসী ঘৃণা করবে।
উল্লেখ্য, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ ২০২২ রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সবধরণের বাতি বন্ধ রেখে ‘ব্ল্যাকআউট’ পালন করা হয়।
গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post