শিক্ষার আলো ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ২০৫ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে কয়েক ধাপে মোট ২৪ লাখ টাকা ভর্তি সহায়তা দিয়েছে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। ৩০৬টি প্রাথমিক আবেদন থেকে চার ধাপে যাচাই-বাছাই করে তাদের নির্বাচন করা হয়।
সংগঠনটি বলছে, প্রতি বছরই দেশে অর্থের অভাবে ঝরে পড়ে হাজারো শিক্ষার্থীর বেড়ে ওঠার স্বপ্ন। সদ্য স্বপ্ন পূরণের সিঁড়িতে পা দিয়ে যেন হোঁচট খেয়ে পড়ে যায় অগণিত শিক্ষার্থী। অর্থের অভাব তাদের লালিত স্বপের পূর্ণতা পাওয়া পথে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়ায়। আর এখানেই ইতি ঘটে অপার সম্ভাবনাময় শিক্ষার্থীর স্বপ্নগুলোর।
মেধা আর প্রচন্ড ইচ্ছা শক্তি আছে কিন্তু অর্থের অভাবে যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ঝরে না পড়ে সে লক্ষ্যে শিক্ষার্থীদের লালিত স্বপ্নকে পূর্ণতা দিতে প্রতি বছর দেশের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা দেয় ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’।
ভর্তি সহায়তার বিষয়ে ফাউন্ডেশনের সভাপতি ড. চন্দ্র নাথ বলেন, দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা সঠিক দিকনির্দেশনা এবং অর্থের অভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। দেশের মেধাবী মুখগুলোকে, তাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে, তাদের স্বপ্নগুলোর পূর্ণতা দিতে বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা প্রকল্প চালু করেছি এবং মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করছি।
Discussion about this post