বিনোদন ডেস্ক
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পেলো বাংলাদেশের শীর্ষ ৫০টি ব্যান্ডের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ‘প্রিয় বাংলাদেশ’।
শাহান কবন্ধের কথায় গানটির সুর করেছেন নকীব খান। সংগীতায়োজনে মানাম আহমেদ। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে গাজী শুভ্রর পরিচালনায় গানটির ভিডিও চিত্রায়িত হয়।
নগরবাউল জেমস ও প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু ছাড়া ব্যান্ড মিউজিকের প্রায় সব তারকা অংশ নিয়েছেন এই গানে। এর মধ্যে আছেন- মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফা প্রমুখ।
বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেইজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু এই গানের মূল সমন্বয়কারী। তিনি বলেন, ‘দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে নতুন এই দেশের গান তৈরি করেছে। গত মে মাস থেকে প্রজেক্টটির কাজ হয়েছে।’
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) উদ্যোগে ৫০ ব্যান্ডের সদস্যদের অংশগ্রহণে তৈরি গানটি প্রকাশ করেছে টিএম রেকর্ডসের অঙ্গ প্রতিষ্ঠান টিএম রকস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
Discussion about this post