নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগংএ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একাত্তর এর স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, পতাকা উত্তোলন, র্যালী, পুষ্পাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস,উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার এবং ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডিরেক্টর অব ফিন্যান্স আবদুল কাদের তালুকদার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেন, স্কুল অব বিজনেস প্রোগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আকতার উদ্দিন,ইএলএল বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, কবি ও লেখক মোঃ জিয়াউল হক, স্কুল অব বিজনেস এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আরিফ, পাবলিক হেলথ বিভাগের লেকচারার ইনজামুল হক, ব্র্যান্ড মার্কেটিং এক্সেকিউটিভ অভিমান ঘোষ দস্তিদারসহ সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রায় দুই যুগ ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে। এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই ২৬শে মার্চ জাতির জন্য অনন্য একটি দিন।স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস৷
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইএলএল বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো- অর্ডিনেটর, কবি ও লেখক মোঃ জিয়াউল হক।
Discussion about this post