নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাহাদি জে আকিবের মাথার খুলির হাড়ের অংশ প্রতিস্থাপন করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তত্ত্বাবধানে আকিবের মাথায় দ্বিতীয় এ অস্ত্রোপচার করা হয়। গত ৩০ অক্টোবর তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।
আকিবের মস্তিস্কে অস্ত্রোপচারকারী চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অপারেশন করেছি। সফলভাবে মাথার খুলির হাড়টি প্রতিস্থাপন করা হয়েছে। এখন তাকে পোস্ট অপারেটিভ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আকিবের মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল। আমরা খুলির অংশসমূহ নিয়ে তার শরীরের অন্য জায়গায় সংরক্ষণ করেছিলাম। উদ্দেশ্য ছিল তার শারীরিক অবস্থার উন্নতি হলে পুনরায় তা যথাস্থানে প্রতিস্থাপন করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা সেই হাড়গুলো প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেই।’
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনে চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ৩০ অক্টোবর প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব।।সংঘর্ষে আহত আকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
এরপর অপারেশন করে তার মাথার হাড়ের একটা অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। এরপর ১৮ নভেম্বর দীর্ঘ ১৮ দিন আইসিইউতে থাকার পর তাকে কুমিল্লার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
Discussion about this post