শিক্ষার আলো ডেস্ক
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রিভার্স ডে উদযাপন করা হয়েছে।
বছরের একটি দিন বিদ্যালয়ের সব দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরাই।
সকাল থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সব দায়িত্বশীল পদে অবস্থান করে ছায়া ভূমিকা পালন করেছে।
কেউ শিক্ষক হয়ে নিয়েছে ক্লাস, কেউ বা পরিচালনা করেছে বিদ্যালয়ের নানা কার্যক্রম।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্বে একজন করে শিক্ষার্থী দায়িত্ব নিয়ে পরিচালনা করেছে প্রতিষ্ঠানের একদিনের সব কার্যক্রম।
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম উকিল বলেন, নতুনশিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ, দায়িত্ববোধ সৃষ্টি ও দেশপ্রেম জাগ্রত করাই এ রিভার্স ডে উদযাপনের মূল লক্ষ্য। আর এখন থেকে প্রতিবছর ২৮ মার্চ এ প্রতিষ্ঠানে রিভার্স ডে উদযাপন করা হবে।
অধ্যক্ষ আরও বলেন, রিভার্স ডেতে একদিনের জন্য অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান ফাহিম, উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে চুইংক্রিমো চুচু, একাডেমিক কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছে মো. ফাহিম বিন ফরিদ, শিক্ষকের দায়িত্বে ছিল দশম শ্রেণির ছাত্রী দেবী দীপ্তরুপা ঐশী, হোস্টেল সুপারের দায়িত্বে ছিল তাহসিন মোরশেদ শাকিল, একাডেমি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছে সামিয়া জিয়া জারা।সৌজন্যে-বাংলানিউজ
Discussion about this post