শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা গবেষণা সংসদ প্রকাশিত এ গ্রন্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলাদেশ ও ভারতের গবেষকদের ১৫ প্রবন্ধ স্থান পেয়েছে। বাংলা বিভাগের ছয়জন শিক্ষকের সমন্বয়ে একটি পরিষদ গ্রন্থটি সম্পাদনা করেছে। এ পরিষদের আহ্বায়ক ছিলেন প্রফেসর শহীদ ইকবাল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবদুল খালেক ও বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন।
Discussion about this post