নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩৯৬১ মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমকে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ আইন, ২০০৯ এর ১১ (১) ধারা অনুযায়ী তাকে ভিসির পদে নিচের শর্তে নিয়োগ করা হলো।
১) ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ ৩ বছর অথবা অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন;
২) ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন;
৩) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;
৪) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং
৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে গত ১৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের অনুমতি প্রদান করা হলো বলে জানানো হয়েছিল।
তাতে আরও বলা হয়, পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ভিসির দায়িত্ব পালন করবেন।
Discussion about this post