অনলাইন ডেস্ক
ক্ষুদে লেখক মিহিকা খানের নতুন গল্পের বই ‘স্বপ্নের রং’ প্রকাশিত হয়েছে। বুধবার অনলাইন প্রকাশনা উৎসবের মাধ্যমে বইটি প্রকাশিত হয়েছে। ১২ বছর বয়সী তরুণ লেখক মিহিকার এটি তৃতীয় বই।
সাংবাদিক মুনির হাসানের সঞ্চালনায় অনলাইন প্রকাশনা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মুহম্মদ জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মোহাম্মদ কায়কোবাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী ও বইটির প্রকাশক সৈয়দ জাকির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ড: মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি স্বপ্নের রং বইটি আনন্দ নিয়ে পড়েছি। বয়সে ছোট হলেও, মিহিকার লেখা বেশ পরিণত। তাছাড়া সে খুব ভালো ছবি আঁকে। আমি আমার ছোটবেলার সঙ্গে মিহিকার মিল খুঁজে পাচ্ছি।’
বিশেষ অতিথি ড: মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আমি মিহিকাকে কাছ থেকে দেখছি। বই লেখা ছাড়াও সে আরও অনেক ব্যাপারে আগ্রহী এবং পারদর্শী। সে ছবি আঁকে, ইলাস্ট্রেশন করে, গণিতের সমস্যা সমাধান করে, এমনকি নাটকে অভিনয় করে। আমি আশা করি মিহিকা অনেক বড় হবে এবং একজন বড় লেখক হবে।’
‘স্বপ্নের রং’-এর প্রকাশনা অনুষ্ঠানের সঞ্চালক মুনির হাসান বলেন, ‘মিহিকা তার আশপাশের ঘটনা থেকে লেখার উপাদান জোগাড় করে। ভালো লেখার জন্য অনেক অনেক বই পড়া দরকার।’
উল্লেখ্য, তিনটি রঙিন স্বপ্নের গল্প রয়েছে এই বইটিতে, প্রচ্ছদসহ সবগুলো ইলাস্ট্রেশন নিজেই করেছেন মিহিকা। স্বপ্নের রং এর মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি সেগুনবাগিচায় অ্যাডর্ন পাবলিকেশনের অফিস থেকে অথবা অনলাইনে রকমারি rokomari.com থেকে সংগ্রহ করা যাবে ।
Discussion about this post