নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এর মধ্যদিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ববিদ্যালয়কে সুন্দর, পরিশীলিত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এ জন্য ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে যোগদান করার পর ক্যাম্পাসে যে অবস্থা দেখেছি তাতে আমার মনে হয়েছে ১৫ বছর পর হলেও বিশ্ববিদ্যালয়টিতে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা খুব প্রয়োজন।
উপাচার্য আরও বলেন, সীমানা প্রচীরের পর আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি দিয়ে ক্যাম্পাসটিকে নিরাপত্তা দিব। বিশ্ববিদ্যালয়ে দুটো প্রবেশ গেট হবে। একটি গেট দিয়ে যখন কেউ প্রবেশ করবে তখন তাকে ডিটেক্ট করা হবে এবং তার বিচরণের অবস্থান খুঁজে পাওয়া যাবে। এখানে চারদিকে আলো জ্বলবে, সবুজায়ন হবে, ফুলের বাগান হবে, একাডেমিক সেশনজটমুক্ত হবে। এভাবে এ ক্যাম্পাসটিকে আমরা ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলব। এজন্য সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস আমাদের দেওয়া হয়েছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহিম, নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সুজন আলী, সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রামিম আল করিমসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post