বিনোদন ডেস্ক
পর্দার আড়ালে তারকাদের অনেক মানবিক গুণ থাকে। যার অনেক কিছুই প্রকাশ্যে আসে না। যদিও ডিজিটাল দুনিয়ায় সেসব লুকিয়ে রাখাও প্রায় অসম্ভব।
রবিবার (৩ এপ্রিল) সকালে তেমনই কিছু বিস্ময়কর ছবিতে ধরা পড়লেন সময়ের অন্যতম সফল টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। যে ছবিতে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা দুস্থ ও ছিন্নমূল মানুষদের সেহরি বিলাচ্ছেন আর মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে বসে সেহরি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকার একটি মাদ্রাসার প্রায় ১৫০ এতিম শিশুর সঙ্গে বসে রোজার প্রথম সেহরি করেছেন ‘বড় ছেলে’ খ্যাত অপূর্ব। পথিমধ্যে অসহায় মানুষদেরও সেহরির খাবার দিয়েছেন।
বিশেষ করে সেহরির আগে ওই মাদ্রাসায় অপূর্বর উপস্থিতিতে বিস্মিত হন সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে বসে প্রথম রমজানের সেহরি খান। অপূর্বর এমন উদ্যোগের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটির সূত্র ধরে ভক্তদের প্রশংসা ও শুভ কামনায় ভাসছেন বাংলা নাটকের এই রোমান্টিক হিরো।
এসব বিষয়ে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলার আগ্রহ প্রকাশ করেননি। প্রসঙ্গক্রমে শুধু একটু বলেন, ‘এটা আমার একপ্রকার প্রশান্তি।’
প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোর মতো এবারের ঈদেও দর্শক আগ্রহ ও সংখ্যার বিচারে এক নম্বর টিভি নায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন অপূর্ব।
Discussion about this post