শিক্ষার আলো ডেস্ক
রাজধানীতে দুস্থ, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শনিবার (৯ এপ্রিল) রাজধানীর মুগদাপাড়ার এশিয়ান আইডিয়াল স্কুল ও কলেজ মাঠে ইফতার বিতরণের প্রথম কার্যক্রম সম্পন্ন করে সংগঠনটি। এসময় আশেপাশের এলাকা থেকে আগত শত শত মানুষের হাতে ইফতার তুলে দেয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষগুলোর আর্থিক সংগতি, তাদের অনেকেরই কাজ নেই, অর্থ নেই, ঘরে খাবার নেই, মুখে হাসি নাই । বিপর্যস্ত এই স্বল্প আয়ের মানুষগুলোর দৈন্যপ্রবণ জীবনের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রমজান মাসব্যপী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে।
বক্তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষদেরকে সহায়তা করার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং যার যতই ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সকলে যদি অসহায়দের মাঝে সহায়তা প্রদান করে, তাহলে অসহায় ও গরিব মানুষের মুখে হাসি ফুটবে। এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তারা এই জনহীতকর কর্মসূচি রমজান মাসব্যপী সকলের সহায়তায় অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নটরডেমিয়ান মুহাম্মদ আনোয়ার সাদাত, ইমরুল হাসান ইমন, প্রশান্ত ডেভিড, আদনান মাহমুদ, নিহার রঞ্জন, এস এম রাকিবুজ্জামান, মনিরুজ্জামান প্রমুখ।
Discussion about this post