নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ইউনিট ভিত্তিক বিষয় ও আবেদন ফি নির্ধারণ হয়েছে। আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব নীতিমালা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবছর ৫৯টি বিভাগ এবং ২টি অনুষদে মোট ৪ হাজার ১৭৩টি আসনে ভর্তির জন্য পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।
সভার সিদ্ধান্ত অনুসারে, ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথমিক আবেদন ফি পঞ্চান্ন টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা নির্ধারিত হয়েছে। একজন শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন করতে পারবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত ভর্তিচ্ছু শিক্ষার্থীরাই কেবল ১১০০ টাকা পরিশোধ করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৪ হাজার ১৭৩টি। এর মধ্যে এ ইউনিটে (মানবিক)- আসন সংখ্যা ২ হাজার ১৯টি। বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আসন সংখ্যা ৫৬০টি ও সি ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ১ হাজার ৫৯৪টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ (মানবিক), বি (ব্যবসা) এবং সি ( বিজ্ঞান) এ তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে।
Discussion about this post