নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তব রূপদানে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানা রঙের ফেস্টুন, ঘোড়া, পেঁচা, দোয়েলসহ বিভিন্ন জীবজন্তুর বর্ণিল সাজ ছিল নজরকাড়া। শোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্যগত লাঠিখেলা ও মোরগ লড়াই অনুষ্ঠিত হয়।
Discussion about this post