শিক্ষার আলো ডেস্ক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, দেয়ালিকা ও রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃত্বে ‘আলোকের পথ, প্রভু, দাও দ্বার খুলে…’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার পর বাংলা বিভাগ ‘বৈশাখী বার্তা’ দেয়ালিকা প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন হয় রম্য বিতর্ক। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আর্কিটেকচার বিভাগ ঘুড়ি উড়ানো উৎসব ‘উড়াল’ আয়োজন করে।
অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post