শিক্ষার আলো ডেস্ক
মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা প্রদর্শনীর মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাঁকজমক পূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন হয়।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে হয়। এতে নৃত্য ও দলীয় এবং লোক সংগীত পরিবেশন করে জবি সংগীত বিভাগ। এছাড়া সংগীত পরিবেশন করে ‘মনের মানুষ’ ও ‘ট্রাভেলার্স’ নামে দুটি ব্যান্ড দল। শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই এই আনন্দ উপভোগ করেন।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
Discussion about this post