শিক্ষার আলো ডেস্ক
নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। এবারের পহেলা বৈশাখ আয়োজনে নেতৃত্ব দিয়েছে চারুকলা অনুষদ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষদের শিক্ষার্থীদের প্রভাতি পরিবেশনার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বহু জাতির ক্যালেন্ডার নেই। বাঙালি জাতির ক্যালেন্ডার রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি যে সুশৃঙ্খল, একটি পরম্পরার জাতি তার প্রমাণ এই ক্যালেন্ডার।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। উপাচার্য ড. সৌমিত্র শেখর এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি উপাচার্য বাংলোর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়।
Discussion about this post