বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
সিম্ফনির নতুন স্মার্টফোন জেড৪২ মডেলের হ্যান্ডসেট উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি বলেছেন, ২০২৫ সাল নাগাদ প্রযুক্তিশিল্প থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’ গড়ার মিশনে নেতৃত্ব দেবে সিম্ফনি।
সম্প্রতি সাভারের আশুলিয়ায় দেশের অন্যতম মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফনির কারখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। রবিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিম্ফনি।
এ সময় তিনি বলেন, স্মার্টফোন উৎপাদনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস উৎপাদক থেকে রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মানবসম্পদ বিভাগের প্রধান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মেজর আবদুল মালেক মিয়াজী, সিম্ফনির শুভেচ্ছাদূত শবনম বুবলী এবং মার্কেটিং এজেন্সি পিংকয়ের ব্যবস্থাপনা পরিচালক নায়ক রিয়াজ আহমেদ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ব্যবহারে সিম্ফনির এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত। গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেকের প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপের তকমা। সিম্ফনি জেড৪২ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রোয়েড ১১ দশমিক ০। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬ দশমিক ৫২ ইঞ্চি ২ দশমিক ৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে, যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০ পিক্সেল।
১ দশমিক ৮ গিগাহার্জের ১২ ন্যানোমিটারের মিডিয়াটেকের প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২০-এর সঙ্গে আছে তিন জিবি ডিডিআর-৪ র্যাম এবং ৩২জিবি রম, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩০০, যার স্পিড ৫৫০ মেগাহার্জের ফলে মিড রেঞ্জের গেমগুলো খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।
স্মার্টফোনটির ব্যাকসাইডে আছে এআই অ্যানাবল্ড ট্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার ১ দশমিক ৮৫ সঙ্গে ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের আল্ট্রা এআই সেন্সর। এছাড়াও ব্যাক সাইডে রয়েছে ইউএচডি ফিচার মোড, যার মাধ্যমে ৫২ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে আর ফ্রন্টে থাকছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপাচার ২ দশমিক ০। এছাড়াও ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা দিয়েই পোট্রেইট মোডে ছবি তোলা যাবে জেড৪২ দিয়ে।
ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো– এআই, নাইট মোড, র-মোড, ম্যাক্রো, জিও ট্যাগিং, ওয়াটারমার্ক, ইনসাইট গুগল লেন্স, জিআইএফ, বার্স্ট, প্যানারোমা ইত্যাদি। স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে, যেমন– জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।
হানিডিউ গ্রিন এবং ব্ল্যাক কালারে সিম্ফনি জেড৪২ পাওয়া যাচ্ছে বান্ডেল অফারসহ ৯ হাজার ৫৯৯ টাকায়।
Discussion about this post