বিনোদন ডেস্ক
রোজার ঈদে ছোট পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। ‘সুরভী’ নামের টেলিফিল্মে দেখা যাবে তাকে। যেখানে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর ও শম্পা রেজা।
শুধু তারাই নয়, টেলিফিল্মটি সব চরিত্রেই আছেন নারী। ঠিক এমনটাই জানালেন এর নির্মাতা চয়নিকা চৌধুরী।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গের বব (বেজড অন বুক) সিজন-২-এ জনপ্রিয় গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এরমধ্যে একটি হলো ‘সুরভী’।
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে এটি নির্মিত। পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এই ছবির লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দু-একটা পুরুষ চরিত্র অবশ্য ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। এমনকি টেলিফিল্মে ড্রাইভার চরিত্রটিও নারীর। লেখক অনেকদিন পর স্ক্রিপ্ট লিখলেন। দারুণ একটা কাজ এই ঈদে দেখতে পাবেন দর্শকরা। ’এছাড়াও বব-২ সিজনের জন্য আরও নির্মিত হয়েছে নূর ইমরান মিঠুর ‘অলৌকিক বিকেলের গল্প’, ভিকি জাহেদের ‘প্রায়শ্চিত্র’, শিহাব শাহিনের ‘হাফচান্স’ ও ইমরাউল রাফাত তৈরি করছেন ‘ফ্রিল্যান্সার নাদিয়া’।
Discussion about this post