পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত ২৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল আইপিএল। ভারত সরকার ২১ দিনের লকডাউনের ঘোষণা দেওয়ায় সেটি স্থগিত হয়ে যায় ১৫ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার পুরো ভারত জুড়ে এই লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ঘোষণার ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে আইপিএল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, এই অবস্থায় আইপিএলও স্থগিত থাকছে ৩ মে পর্যন্ত। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
অবশ্য বিসিসিআই আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি। তবে বোর্ডের এক মুখপাত্র ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘যেহেতু লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তাই এই সময়ে আইপিএলও স্থগিত রাখতে হচ্ছে। তবে আমরা হয়তো পরে বিষয়টি নিয়ে আলোচনা করবো।’
রবিবার বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ‘এই মুহূর্তে সংস্থাটি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু কোনো সিদ্ধান্ত জানাতে পারে না।’
আবার আগের ঘোষণা অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে ভারত। ফলে বিদেশি ক্রিকেটাররাও আসতে পারছেন না। তাই আপাতত আইপিএলের ভাগ্য অনিশ্চয়তার মাঝেই বিরাজমান থাকলে।
Discussion about this post