শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ‘র্যাগিংয়ের’ নামে অন্য শিক্ষার্থীদের হেনস্তা করলে তাকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাগিং একটি ‘শৃঙ্খলাপরিপন্থি এবং শাস্তিযোগ্য’ অপরাধ।
“বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ক্যাম্পাসে র্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্ত ও অত্যাচারের ভয়ে থাকে।
“কেউ র্যাগিংয়ের সাথে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়টি অবহিত করতে বিভাগীয় চেয়ারম্যানদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Discussion about this post