নিজস্ব প্রতিবেদক
মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে এই ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া আবাসিক হল সমূহের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২২ এপ্রিল) থেকে দুপুর ১২টা থেকে আবাসিক হলসমূহ বন্ধ হয়ে শুক্রবার (৬ মে) সকাল ৯ টায় খুলবে।
বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার আওতায় কর্মরত কর্মীবৃন্দকে যথারীতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
Discussion about this post