নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তবে চবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) চবি ভর্তি পরীক্ষার কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে কোর কমিটি একাধিক সদস্য বলেন, বিগত কয়েকবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ থাকছে না। এ বিষয়ে ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা একমত হয়েছেন। শুধু যারা ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারাই এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
Discussion about this post