অনলাইন ডেস্ক
নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলে। তবে তিন দিন হাসপাতালে কাটানোর পর স্থানীয় বৃহস্পতিবার চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরেছেন এই ফুটবল তারকা।
কিছু দিন আগে শারীরিক অবস্থার অবনতির কারণে ব্রাজিলের ইসরায়েলিতা আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে। আর আজ শুক্রবার (২২ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, পেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
কোলন টিউমারের কেমোথেরাপি নিতে প্রতি মাসে অন্তত একবার হাসপাতালে যেতে হয় ৮১ বছর বয়সী এই কিংবদন্তি তারকাকে। কোলন ক্যান্সার শনাক্তের আগে গত বছর প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। ২০১৪ সালে মূত্রাশয়ের সংক্রমণের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল পেলেকে। একই বছর বাম পাশের কিডনিও ডায়ালাইসিস করাতে বাধ্য হন পেলে।
২০১৯ সালে কিডনির পাথর অপসারণের জন্য প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক এই ফুটবলার। পরে সেখান থেকে তাকে সাওপাওলোতে স্থানান্তর করা হয়।
এর আগে খেলোয়াড় থাকা অবস্থায় সত্তরের দশকে পেলের ডান পাশের কিডনি অপসারণ করা হয়েছিল।
Discussion about this post