শিক্ষার আলো ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর আব ডেন্টাল সার্জনস (বিডিএস) ভর্তি পরীক্ষায় সারা দেশে সর্বোচ্চ নন্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ইভা ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ কলেজ থেকে এইচ এসসি পাশ করেছেন।
রবিবার (২৪ এপ্রিল) মহাখালীতে বিএমডিসির সভাপতি মাহমুদ হাসান ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বিডিএসে এবার মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭। এদের মধ্যে ১৩ হাজার ৭৪৯ ছেলে ও ২৫ হাজার ৬৪৬ মেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে সরকারি ডেন্টালে ২৮৮ মেয়ে ও ২৫৭ ছেলে ভর্তির সুযোগ পাবেন।’
এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সুমাইয়া মোসলেম মিম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।
সুমাইয়া মোসলেম মিমের মোট প্রাপ্ত নম্বর ২৯২.৫। আর ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে পেয়েছেন ৯২.৫। তার পিতা মুসলেম উদ্দিন সরদার একজন সরকারি চাকরিজীবী। খাদিজা খাতুনও একজন সরকারি চাকরিজীবী। তার জন্ম ২০০৪ সালের ১১ অক্টোবর।
তিনি খুলনার ডুমুরিয়া গার্লস স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি এবং সরকারি এম এম সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করেন।
Discussion about this post