শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশে প্রথম রকেট তৈরি সম্পন্ন করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমান ও তার টিম আলফা সায়েন্স ল্যাব। তাদের তৈরী রকেট Dhumketu-X পরীক্ষামূলক উৎক্ষেপণ এর জন্য এখন সরকারের অনুমতির অপেক্ষায়। প্রাথমিক ভাবে জানা গেছে, এটিই বাংলাদেশে তৈরী প্রথম Weather Research Rocket (সাউন্ডিং রকেট)। গাইবান্ধা জেলায় বেড়ে ওঠা তরুণ নাহিয়ান আল রহমানের শিক্ষাজীবন শুরু সুন্দরগঞ্জের আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে।
এরপর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে HSC পাশ করেন। স্কুল কলেজের পাঠ চুকিয়ে তড়িৎ প্রকৌশলী হওয়ার নেশায় ২০১২ সালে ভর্তি হন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ৪র্থ ব্যাচের সাথে। এবং ২০১৭ সালে EEE বিভাগ থেকে BSc in Engineering ডিগ্রী সম্পন্ন করেন।
তবে ছোটবেলা থেকেই তার মনে রকেট তৈরির ভাবনা ছিল। সেই ভাবনা থেকেই ক্যাম্পাসে এসেই প্রথমে তিনি আলফা সায়েন্স ল্যাব নামক একটি বিজ্ঞানভিত্তিক ক্লাব প্রতিষ্ঠা করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি ধাপে ধাপে রকেট তৈরির কাজে এগোতে থাকেন তিনি। দীর্ঘদিনের প্রচেষ্টার পর, বহু চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ২৮ বছর বয়সে তৈরি করেন বাংলাদেশের প্রথম রকেট। ইতোমধ্যে ধূমকেতু-১ ও ধূমকেতু-২ নামের চারটি রকেট তৈরি সম্পন্ন করেন তিনি। এখন রকেটগুলো মহাকাশে পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে।
Discussion about this post