অনলাইন ডেস্ক
ধানমন্ডিতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। রোববার (২৪ এপ্রিল) বিকেলে ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন সড়কে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সংগঠনটির সদস্যরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের নতুন জামা উপহার দেন। আগামী ছয়দিনে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেবেন তারা।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আশিক রহমান, কেন্দ্রীয় সদস্য সোহরাব উদ্দিন সজীব, ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমন।
সংগঠনটি গত ১১ বছর টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোষাক উপহার বিতরণ করে আসছে।
Discussion about this post